পাত্রি রিতার পরিবার রিতাকে বিয়ের চাপ দিয়েছে, বললেন রিতা। রিতা বলেছেন সবার পরিবার চায় তার সন্তান সুখে থাক ভালো থাক সুন্দর মনের একটা পাত্রের সাথে মেয়ের বিয়ে দিতে,রিতার পরিবারও সেটাই চেয়েছিলো কিন্তু রিতার বাবা নেই মা আছে ভাই আছে বড় বোন আছে রিতা ঢাকায় মা এবং ভাই বোন মিলে একটা জয়েন ফ্যামেলির সাথে থাকেন, রিতার বোনের বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে হয়েছে তাদের বাচ্চাও আছে রিতা তাদের সাথেই থাকেন। রিতার পরিবারে মোট নয়জন মাণুষ আছে, আর রিতার ভাই বোনদের সবার ছোটো রিতা বাবা না থাকায় রিতা পরিবারের সবার কাছে নাকি একটা বোঝা হয়ে পরেছেন, একথা রিতা আমাদের কে জানিয়েন।
এবং রিতার পরিবারের দেখা পাত্রকে রিতা বিয়ে করবেন না, বলেই রিতার বিয়ের পাত্র রিতা নিজেই দেখছেন। এবং রিতা অনলাইনে একটা পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছেন লিখেছেন। ভালো মনের পাত্র খুচ্ছি পাত্রি রিতা ২২+ উচ্চতা ৫/১ গায়ের রং স্যামলা শিক্ষাগতা অনার্স পাশ পাত্রি আমি নিজেই সরাসরী কল করুন আমার নাম্বারে
01706569265,,
আমরা ছব্দভেসে রিতার সাথে যোগাজোগ করলে রিতা জানান আমার শিক্ষাগতার জগ্যতা ভুলে লিখেছি অনার্স পাস আমি এস এসছি পাস বান্ধবি লিখেছেন শিক্ষাগতার অনার্স পাস তাই আমি আগেই বলেদিলাম ।
http://visionabd5.blogspot.com/2018/05/basatheke-biyer-capdiyece.html?m=1
উত্তরমুছুন